• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

২ কিশোরী একে অপরকে বিয়ে করতে চায়, পরিবারের ‘না’


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:১২ এএম
২ কিশোরী একে অপরকে বিয়ে করতে চায়, পরিবারের ‘না’
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে সমকামিতার অভিযোগে দুই কিশোরীকে থানায় সোপর্দ করেছেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার (২৬ এপ্রিল) সকালে দুই কিশোরীকে ফরিদগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র ও কিশোরীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে একে অপরের বাড়িতে যাতায়াত এবং মনের আদান-প্রদান শুরু হয়। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে গোপালগঞ্জের এক কিশোরী ফরিদগঞ্জে এসে অপর কিশোরীর বাড়িতে অবস্থান নেয়।

দুই কিশোরী জানায়, ‘আমরা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং মন থেকে একে অপরকে ভালোবেসে পরিণয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ তবে তারা নিজেদের বিবাহের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি।

ঘটনা প্রকাশের পর শনিবার সকালে এক কিশোরীর পরিবার দুজনকেই ফরিদগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘চাঁদপুর ও গোপালগঞ্জের দুই মেয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। পরে তারা একে অপরের বাড়িতে যাতায়াত শুরু করে এবং পারিবারিক তথ্য অনুযায়ী, তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে একজন অপরজনের কাছে চলে আসে। পরে দুই পরিবার মিলে থানায় তাদের সোপর্দ করে। আমরা উভয় পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছি। সিদ্ধান্তের পর দুই কিশোরীকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।’

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!