দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১০০ পার্সেন্ট ফেয়ার বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, “নির্বাচন সঠিক সময়ে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আন্তর্জাতিক সম্পর্ক মধুর হবে। শেখ হাসিনাকে টলানো এতো সহজ না।”
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
এখনো নির্বাচনী প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে তিনি বলেন, “১০০ পার্সেন্ট ফেয়ার নির্বাচন হবে। কেউ ঘাড়ও ঘুরাতে পারবে না। যারা নকল করে পাশ করে তাদের জন্য নয়, তবে আমাদের জন্য এটা সুখবর। আমরা যারা সারা বছর রাজপথে থাকি, পড়ালেখা করি। আমরা চাই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকুক।”
শামীম ওসমান বলেন, “জাতির পিতার সঙ্গে তার কন্যার একটা ডিফারেন্স আছে। জাতির পিতা সবাইকে বিশ্বাস করতেন সেই সুযোগ নিতো বিশ্বাসঘাতকরা, জাতির পিতার কন্যা বিশ্বাসঘাতকদের চিনে রেখেছেন। তার ওপর আল্লাহর রহমত আছে। গত দুই বছর ধরে শুনতেছি সরকার পড়ে যাবে ক্ষমতায় আসতেছি এসব, কিচ্ছু হবে না। নির্বাচন হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।”
তিনি আরও বলেন, “এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিক যদি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন। তবে মনে রাখবেন বঙ্গবন্ধু ও শেখ হসিনার পরিবার যেমন দেশের প্রধানমন্ত্রী হয়ে আবার তাদের পরিবারের কেউ অন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় এসে হাওয়া ভবন তৈরি করেননি। তিনি তার পরিবার সন্তানদের যোগ্য করে গড়ে তুলেছেন।”
উন্নত দেশ প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশিদের দরজায় জোরে লাথি দিতে হবে। বলতে হবে, এই এটা বাংলাদেশ। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। অন্য কারও নয়। ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছে এই দেশের জন্য, দুই লাখ মা-বোনের সম্ভ্রম গেছে। সেই স্বাধীনতা যুদ্ধের সময় শুধু ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল আর রাশিয়া।”
শামীম ওসমান আরও বলেন, “আমি একটা ম্যাসেজ দিতে চাই। এত উন্নয়ন হয়েছে, এ রাস্তা দিয়ে কী শুধু আওয়ামী লীগ চলবে। বিএনপির ছেলেরাও চলাফেরা করবে, জামায়াতের ছেলেরা চলবে। এই রাস্তার পাশে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। তার পাশে শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে। কাজ শুরু হয়ে গেছে। আমি শুধু ফতুল্লা এলাকায় ৬০০ কোটি টাকার রাস্তা করেছি। আমরা স্কুলের ৫৮টি বড় বড় বিল্ডিং করে দিয়েছি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, “ও মায়ের খবরই রাখে। সে কর্মীদের খবর কী রাখবে। সে ভিডিও বার্তা দিয়ে নাকি বলেন, তার নেতাকর্মী রাজপথে নেই, সেই তালিকা করছেন। আপনি নিজেই তো নাই। প্রথম তালিকাতে তো আপনিই পড়বেন।”
তিনি বলেন, “বিএনপির হয়ে সংহিসংতার জড়িয়ে প্রায় ত্রিশটি পরিবার থেকে আমার কাছে ফোন করে কান্নাকাটি করেছে। আমি কী করব। এখন তো সবাই আইনের অধীনে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার একজন ডাক্তার। আমি তাকে আরও এক মাস আগে বলেছিলাম আমি চাই কোনো নিরপরাধ লোক যেন মামলায় না জড়ায়। সে যে দলেরই হোক না কেন। এটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই। যারা এগুলো ঘটিয়েছে ২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাস করেছিল। এটা আমাদের ভুল হয়েছে। ওদের তখনই বিচার করা দরকার ছিল।”
শামীম ওসমান বলেন, “আমি হাতজোড় করে ক্ষমা চাই, আমি মানুষ। ফেরেশতার কোনো ভুল নাই। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন আপনারা। আমি চাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার আসামি না হয়। কোনো নিরপরাদ ব্যক্তি যদি এক ঘণ্টার জন্যও শাস্তি পায় সেটা খারাপ। আমি পুলিশ প্রশাসনসহ সকলকে এ ব্যাপারে খেয়াল রাখতে অনুরোধ করি।”
আগামী ১৫ দিন কিছু নির্মম ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার চেষ্টা করা হবে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চেষ্টা করা হবে। প্লিজ নারায়ণগঞ্জের ভাইয়েরা এগুলো করবেন না। যা করেছেন করে ফেলেছেন। আর না। নিরপরাদ কাউকে কিছু করবেন না কিন্তু যারা অপরাধী তাদের ছাড় দেওয়া হবে না। যারা আমাকে মারতে চান মারেন সমস্যা নাই, আমাকে একা মারেন। কাপুরুষের মতো বোমা হামলা কইরেন না। মানুষ মাইরেন না এত।”
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ, রবিউল প্রমুখ উপস্থিত ছিলেন।