• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

১৫ মিনিটের ঝড়ে তিন উপজেলায় ব্যাপক ক্ষতি


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৪:৪৪ পিএম
১৫ মিনিটের ঝড়ে তিন উপজেলায় ব্যাপক ক্ষতি

কালবৈশাখী ঝড়ে রংপুরের কয়েকটি উপজেলার বেশকিছু এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঝড় শুরু হয়।

প্রায় ১৫ মিনিটের এই ঝড়ে তারাগঞ্জ, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে ও ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উড়ে গেছে অনেক বাড়ির টিনের চাল।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, কালবৈশাখী ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। এ ছাড়া ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ঝড়ে কিছু এলাকায় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!