• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ, চালক নিহত


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০২:৫৮ পিএম
প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ, চালক নিহত

রাজশাহীতে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় অবস্থিত এনবি ফিলিং নামে সিএনজি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে। 

নিহত প্রাইভেটকার চালক জাহিদুর রহমান খন্দকার (৫৫) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে এনবি ফিলিং ও সিএনজি স্টেশনে প্রাইভেটকারে গ্যাস নিতে যান জাহিদুর। তিনি গ্যাস নেয়া শুরু করলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন সিএনজি স্টেশন কর্তৃপক্ষ।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় প্রাইভেটকারের পাশে থাকা চালক জাহিদুর রহমানের দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, ‘কেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে, তা জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!