• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ডাকাতি করতে গিয়ে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০১:০২ পিএম
ডাকাতি করতে গিয়ে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা
জেলার মানচিত্র

লক্ষ্মীপুরে সৌদিপ্রবাসীর বাসায় ডাকাতি করতে গিয়ে নাজমুন নাহার নামের এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জুলাই) রাতের কোনো একসময় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় নাহার বাসায় একাই ছিলেন।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেন।

স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসার স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে ডাকাত দল।

নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদিপ্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়ি থাকেন। নুরুজ্জামান সৌদি আরবে থাকেন। বাসায় নাহার একাই থাকেন। সোমবার রাতের কোনো একসময় ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এরপর স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Link copied!