• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

অভিযান চালিয়ে জুতা কারখানার কর্মচারীর বাড়ি থেকে সাবেক এমপিকে গ্রেপ্তার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ১১:২৮ এএম
অভিযান চালিয়ে জুতা কারখানার কর্মচারীর বাড়ি থেকে সাবেক এমপিকে গ্রেপ্তার
মোহাম্মদ আফজাল হোসেন

অভিযান চালিয়ে কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আফজাল সুজের মালিক ও সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে আশ্রয় দেওয়ায় জুতা কোম্পানিটির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে মেহেরপুরের পুলিশ সুপার মাকছুদা খানম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশনের (অভিযান) ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ৫ নম্বর সংসদীয় আসনের সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।’

Link copied!