• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

সাবেক মেয়রকে মারধর করে পুলিশে দিল জনতা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৮:০৩ পিএম
সাবেক মেয়রকে মারধর করে পুলিশে দিল জনতা

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে স্থানীয়রা তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া আত্মগোপনের জন্য বাবুগঞ্জ হয়ে জেলা থেকে বিচ্ছিন্ন হিজলা-মুলাদী উপজেলায় যাচ্ছিলেন। বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে ফেরির জন্য গাড়ি থেকে নামলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। এ সময় পরিচয় জানতে চাইলে তিনি অকপটে তার পরিচয় স্বীকার করেন। এরপরই উপস্থিত বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতা তাকে মারধর করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “আজ বেলা ১১টার দিকে মীরগঞ্জ এলাকায় স্থানীয়রা সাবেক গৌরনদী পৌর মেয়রকে আটক করেন। এ সময় বাবুগঞ্জ থানা পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে তাকে হেফাজতে নেয়। আমরা তাকে গৌরনদী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা রয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!