• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে সাবেক মাঝিকে কুপিয়ে হত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৫:৫৪ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে সাবেক মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ (৫০) নামের সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছেন আরসার সন্ত্রাসীরা।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালীর ক্যাম্প-১৯ এর ইয়াছিন জোহারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আতাউল্লাহ ওই ক্যাম্পের মৃত জালাল আহমেদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আরসার লোকজন উখিয়ার থাইংখালীর এফডিএমএন ক্যাম্পের ইয়াছিন জোহার দোকানের সামনে আতাউল্লাহকে কুপিয়ে আহত করে। পরে আশপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতাউল্লাহকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!