ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়া প্রেমিকাকে হত্যার ঘটনায় ওবায়দুর মোল্লা (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটদীর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মনিরা বেগম (৩৪) নামের এক গৃহবধূ। চারদিন পর একই এলাকার একটি গমক্ষেতের মধ্যে থেকে মনিরার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই। দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুরকে আসামি করে কোর্টে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।