• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৫:০৮ পিএম
রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেহেরপুরে রাস্তার দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

এ সময় রাস্তার দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জমিতে বিভিন্ন পাকা আধাপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়।

অনিন্দিতা রায় বলেন, “মেহেরপুর কুষ্টিয়া সড়ক বর্ধিতকরণের লক্ষে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। অভিযানে মেহেরপুর কুষ্টিয়া সড়কের ৫৬ কিলোমিটার পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

Link copied!