নাটোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের হরিশপুর বাইপাস এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব।
এ সময় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব বলেন, “আদালতের নির্দেশে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত যত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদ করা হবে।”