• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইইউ প্রতিনিধিদল


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৩:৫৩ পিএম
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইইউ প্রতিনিধিদল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক পাঁচ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টার দিকে প্রতিনিধিদলটি কক্সবাজার বিমানবন্দরে পৌছায়। পরে ইইউ প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং ৪নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায়। সেখানে প্রতিনিধিদলটি ওই ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করে।

ইমোন গিলমোরসহ ইইউ এর প্রতিনিধিরা ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গা যুবক মোহাম্মদ আমিন বলেন, “ইইউ প্রতিনিধি আমাদের কথা শুনেছেন, আমরা বলেছি যে কোনো মুহূর্তে আমরা নিজ দেশে ফিরতে প্রস্তুত আছি। আমাদের অধিকারসহ স্বদেশে প্রত্যাবাসনে বিশ্ববাসীকে সহায়তা করতে হবে।”

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শনের পর দুপুরে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেয় ইইউর এই প্রতিনিধি দল।

বিকেলে ইমোন গিলমোরের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে। 

Link copied!