• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

এক ঘণ্টার জন্য শিক্ষা কর্মকর্তা হলেন স্কুলছাত্রী এশা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০২:৫৪ পিএম
এক ঘণ্টার জন্য শিক্ষা কর্মকর্তা হলেন স্কুলছাত্রী এশা

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের যৌথ উদ্যোগ ফরিদপুর জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতীকী দায়িত্ব এক ঘণ্টার জন্য পালন করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এলিনা ইসলাম এশা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ফরিদপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৭ অক্টোবর) সকালে প্রতীকী এ দায়িত্ব গ্রহণ করে এশা বলেন, “আমরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের হাতে থাকবে দেশ পরিচালনার চাবিকাঠি। তাই এই ধরনের প্রতীকী দায়িত্ব পালন কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদদীন বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তবে আমরা কোন শিক্ষা নিচ্ছি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকের এই কার্যক্রম নিঃসন্দেহে সুশিক্ষার একটা অংশ।”

উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের তত্ত্বাবধায়নে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জেলার কন্যা শিশু দ্বারা এক ঘণ্টার জন্য উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতীকী দায়িত্ব পালন বাস্তবায়ন করা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!