• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কারারক্ষীর সামনে থেকে পলায়ন, নারী হাজতি আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৪:১১ পিএম
কারারক্ষীর সামনে থেকে পলায়ন, নারী হাজতি আটক

কক্সবাজার সদর হাসপাতালে থেকে পালিয়ে যাওয়া আসামি রাশেদা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবের সময় বাথরুমে যাওয়ার কথা বলে দুই কারারক্ষীর সামনে থেকে পালিয়ে যান রাশেদা বেগম।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। তখন মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পরে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

Link copied!