• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইঞ্জিন বিকল, ট্রলারসহ সাগরে ভাসছে ১৪ জেলে


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৬:০৩ পিএম
ইঞ্জিন বিকল, ট্রলারসহ সাগরে ভাসছে ১৪ জেলে

বরগুনার পাথরঘাটায় ‘এফবি মারিয়ার’ ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ট্রলারসহ সাগরে ভাসছেন ১৪ জেলে।

রোববার (২১ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা যায়, গত ৪ দিন ধরে ১৪ জেলেসহ ওই ট্রলারটি ভাসছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। অবশেষে উদ্ধার অভিযানে মালিক সমিতির পক্ষ থেকে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। রোববার সকালে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন বিষয়টি মালিক সমিতিকে অবগত করেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।

ট্রলারের মালিক জানান, ১৫ মে দুপুরে ৫ দিনের বাজার নিয়ে ১৪ জন মাঝি ট্রলারে করে সাগরে যান। ৬৫ দিনের মৎস্য অবরোধের আগেই ঘাটে আসার কথা থাকলেও ১৮ মে ইঞ্জিন বিকল হলে সেই থেকে সাগরে ভাসছে ট্রলারটি।

এ বিষয়ে বরগুনা পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, “সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার বঙ্গোপসাগরে রওয়ানা হয়েছে। ট্রলারের মাঝিমাল্লা সকলে নিরাপদে আছে।” 

Link copied!