• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

মাদক বেচাকেনার দ্বন্দ্বে দুজনকে হত্যা করেন সম্রাট


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৩:০৮ পিএম
মাদক বেচাকেনার দ্বন্দ্বে দুজনকে হত্যা করেন সম্রাট

পাবনা বাস টার্মিনালে মিলন হোসেন মধু ও মঞ্জু আলী নামের দুই যুবককে কুপিয়ে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান।

এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত মাদক বিক্রেতা সম্রাট শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘাতক সম্রাট শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। মূলত মাদক ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এই ডাবল মার্ডার সংঘঠিত হয়েছে। এরপর আত্মগোপনে চলে যান সম্রাট। বৃহস্পতিবার পটুয়াখালীতে অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) আসামিকে আদালতে তোলা হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে।

Link copied!