• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে : পরিকল্পনামন্ত্রী


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৬:৫১ পিএম
বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে : পরিকল্পনামন্ত্রী

দেশে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (৯ জুন) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পরিকল্পনামন্ত্রীর নামে চালু হওয়া এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, “পায়রা বিদ্যুৎকেন্দ্র কবে চালু হবে, সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কয়লা এলেই সেটি চালু হবে। তবে দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

বাজার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, “জিনিসপত্রের দাম কমছে। পেঁয়াজ আমদানি করায় এখন পেঁয়াজের দাম কমে এসেছে। সরকার বাজারে নজরদারি রাখছে। জিনিসপত্রের দাম আরও কমবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু নঈম শেখ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুংরিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মদন মোহন রায়।

Link copied!