পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘‘দেশের এই উন্নয়ন অগ্রযাত্রার সময়ে যারা নির্বাচনে না এসে হরতাল-অবরোধ করে বাসে আগুন দিয়ে মানুষকে কষ্ট দেয়, সেই নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে৷ বিএনপির কাছে অনুরোধ বাসে, ট্রাকে আক্রমণ করবেন না। মানুষকে কষ্ট না দিয়ে ভোটে আসেন। দেশে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসা যাবে না। আইন মেনে নির্বাচনে আসেন, ভোটের মাঠে খেলা হবে৷’’
বুধবার (৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল মজিদ কলেজের হলরুমে হতদরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আলোয় আলোকিত পুরো দেশ। এই সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা ভাতাসহ মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে এর আগে কোনো সরকার এত সহায়তা করেনি। একমাত্র শেখ হাসিনাই করেছেন। অন্যরা ফুটানির দল, সাহেবদের দল। তারা জনগণের পাশে থাকে না। তারা শহরে বাস করে। একমাত্র শেখ হাসিনাই গ্রামের দিকে নজর দিয়েছেন। গ্রামে গ্রামে সড়ক, ব্রিজ কালভার্ট, টিউবওয়েল, ল্যাট্রিন থেকে শুরু করে যা প্রয়োজন সব করে দিচ্ছেন। আওয়ামী লীগ চায় দেশের মানুষ শান্তিতে থাকুক। তাই দেশের উন্নয়ন অগ্রগতি বেগবান রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘সামনে নির্বাচন। শেখ হাসিনা সুযোগ দিলে আবারও আসব। আমি যদি ভাল কাজ করে থাকি, উন্নয়ন করে থাকি। তাহলে আমাকে মনে রাখবেন। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আমি চাই আপনাদের সেবা করতে। নিজেকে আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আপনারা নৌকায় সিল মারলে কেউ আটকাতে পারবে না। দেশের উন্নয়নে মিলেমিশে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই৷’’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পরিকল্পনামন্ত্রীর ছেলে সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনসহ প্রমুখ৷ এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ৮ ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।