ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০১:০৭ পিএম
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি : সংগৃহীত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আকবর আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টার নীলফামারী গাছবাড়ী রেলক্রসিংয়ের পাশে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী নীলফামারীর মুন্সীপাড়া (বাড়াইপাড়া) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, “রেলওয়ে পুলিশ আইনি কার্যক্রম সম্পন্ন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

Link copied!