• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

আদালতে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম-জুতা নিক্ষেপ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৫:৪২ পিএম
আদালতে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম-জুতা নিক্ষেপ
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ডিম ও জুতা নিক্ষেপ। ছবি : সংগৃহীত

সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।

শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে তাকে আদালতে তোলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!