কক্সবাজার ঈদগাঁওয়ের জালালাবাদে ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিক্সা) চালক মোর্শেদ আলমকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় মোরশেদ আলম ও তার সহযোগী শাহ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব কার্যালয়ে র্যাব-১৫’র সহকারী পরিচালক লে. কর্নেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোরশেদ আলম কক্সবাজার জালালাবাদের মিয়াজি পাড়ার আবদুর শুক্কুরের পুত্র এবং শাহ আলম সদর উপজেলার ভারুয়াখালী চৌধুরীপাড়ার ছগির আহমদের ছেলে।
এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, “৯ ফেব্রুয়ারি জালালাবাদের ইজিবাইক চালক মোর্শেদকে খুন করে তার ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পৃথক অভিযান চালিয়ে শনিবার শহরের টেকপাড়া এলাকা থেকে প্রধান ঘাতক মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পিএমখালীর মুহসনিয়া পাড়া থেকে সহযোগী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় শাহ আলমের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। এছাড়া মোরশেদ একজন অটোরিকশা ছিনতাইকারী চক্রের দলনেতা। বিভিন্ন সময়ে সে ও তার সহযোগীরা কক্সবাজার শহর ও এর আশপাশের এলাকায় অটোরিকশা ভাড়ার কথা বলে সুবিধাজনক স্থানে নিয়ে ছিনতাই করতেন।”