• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০২:২৭ পিএম
চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন পাশা বলেন, “বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।”

হারুন পাশা আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!