• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

পাবনায় ‘ইস্টার সানডে’ উদ্‌যাপিত


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৩:৪৩ পিএম
পাবনায় ‘ইস্টার সানডে’ উদ্‌যাপিত

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীয়তার মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদ্‌যাপিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পাবনা ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের যাজক ইসাহাক সরকার।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) ভোরে পাবনা পুলিশ লাইলে অবস্থিত ও রোববার ভোরে আরিফপুর খ্রিষ্টান কবরস্থানে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পাবনা ব্যাপ্টিস্ট চার্চ ছাড়াও জেলার চাটমোহর, আটঘরিয়াসহ বিভিন্ন উপজেলার র্গীজাগুলোতে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আর এই উৎসব উদ্‌যাপনে পাবনার খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে ছিল উৎসবের আমেজ। স্বজনদের সঙ্গে ইস্টার সানডের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আত্মীয় স্বজনেরা। যিশু খ্রিস্টের জন্মতিথি সবার মাঝে হানাহানি আর বৈষম্য দূর করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ৩ দিন পর আজকের এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন।

Link copied!