রাজশাহীতে ২৩৬ বোতল ফেনসিডিলসহসহ ফজল (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৭ এপ্রিল) র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে রোববার রাতে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানার চৌমহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, এক হাজার টাকা ও মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
ফজল নাটোরের গুরুদাসপুর উপজেলার মৃত আনসার আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাটাখালি থানার চৌমুহনী বাজারের সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত প্রায় ১২টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিকশা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে অটোরিকশার চালককে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কাটাখালি থানায় একটি মামলা করা হয়েছে।