• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

৭৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৫:২১ পিএম
৭৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক ব্যবসায়ী আরমান হোসেন। ছবি : সংবাদ প্রকাশ

রাজশাহী নগরীতে ৭৯ কেজি গাঁজাসহ আরমান হোসেন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরমান হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আ. গফুরের ছেলে।

পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। বিকেলে নারিকেলবাড়িয়া এলাকায় মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামানোর সময় আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।  

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, আরমান হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!