৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৩:০৭ পিএম
৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর ধামরহাট উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ হামিদুর রহমান (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বিকন্দখাস গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হামিদুর রহমান উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিকন্দ খাস গ্রামের মৃত অমশের আলির ছেলে।

ধামরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামিদুরকে গাজাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। 

Link copied!