নোয়াখালীতে বিএনপির ডাকা অবরোধে সড়কে হালকা ও মাঝারি পরিবহন নিয়ে বের হওয়া চালকদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। একইসঙ্গে তিনি চালকদের বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ উপেক্ষা করে গাড়ি চালানোর আহ্বান জানান।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকায় পাঁচ শতাধিক গাড়িচালক ও হেলপারদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন অ্যাডভোকেট শাহিন।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ উল্যা রবিসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিনেও সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে অবরোধ ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে দলটি। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য দেন।