নড়াইলে মোশারফ মুন্সি মুসা (৪৫) নামে এক গাড়ির ড্রাইভারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ এপ্রিল) সকালে নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ মুন্সি মুসা সদর উপজেলার দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাড়ির ড্রাইভার মোশারফ মুন্সি মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিল। এসময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “নতুন বাস টার্মিনাল এলাকায় এক গাড়ির ড্রাইভারকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”