• ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০, ১ রমজান ১৪৪৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০১:৩৯ পিএম
কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
কুকুরের কামড়। ফাইল ফটো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে ৪ শিশুসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, চরপাকেরদহ গ্রামের লাঞ্জুর মেয়ে তামান্না (৬), সবুজ শেখের মেয়ে মহিরা (৫), হাফিজুরের ছেলে লিমন (৬), ইসরাত (৫), অহিজ উদ্দিনের ছেলে মিলন (১৮) ও জুয়েল (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েক শিশু বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় একটা পাগলা কুকুর তাদের আক্রমণ করে তামান্না, মহিরাসহ চারজনকে কামড় দেয়। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে মিলন ও জুয়েল কামড়ের আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত লিমনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার সালেহ মেহেদী।

সালেহ মেহেদী বলেন, “কুকুরের কামড়ে ছয়জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

Link copied!