ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরিকুল আলম নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
তরিকুল আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাজ শেষে রাত ১টার দিকে নগরের বাউন্ডারি রোড এলাকার নিজ বাসায় ফেরেন। এ সময় স্ত্রী-সন্তানদের ঘুমন্ত অবস্থায় দেখে পাশের কক্ষে ঘুমাতে যান তিনি।
এর আগে বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তরিকুল আলম। এতে তার পুরো শরীর ঝলসে যায়। বিছানাও পুড়ে যায়। ভোর ৪টার দিকে পোড়া গন্ধ পেয়ে ওই কক্ষে গিয়ে ডা. তরিকুলের ঝলসানো দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুণী এই চিকিৎসকের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন, প্রতিবেশী, সহকর্মীসহ কেউই। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।