সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের গ্রেপ্তারে মিষ্টি বিতরণ


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:৩১ পিএম
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের গ্রেপ্তারে মিষ্টি বিতরণ
মিষ্টি বিতরণ। ছবি : প্রতিনিধি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারে মিষ্টি বিতরণ করেছেন লালমনিরহাটের স্থানীয়রা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নুরুজ্জামান আহমেদের নির্বাচনী এলাকা ও নিজ উপজেলা কালীগঞ্জের বাড়ির সামনে এ মিষ্টি বিতরণ করা হয়। হাসিনা সরকারের পতনের পর নুরুজ্জামান গ্রেপ্তার হলে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়রা বলেন, “নুরুজ্জামানের দুর্নীতির অনেক চিত্র কালীগঞ্জে রয়েছে। আমাদের দাবি, বর্তমান সরকার দুর্নীতিবাজ মন্ত্রীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।”

লালমনিরহাট জেলা গণ-অধিকার পরিষদের অর্থবিষয়ক সম্পাদক জিহাদ হাসান বলেন, “ক্ষমতা পেয়ে নুরুজ্জামান জমি দখল, অবৈধ সম্পদ অর্জন, মানুষের ওপর জুলুমসহ নানা অপকর্ম করেছেন। যার কারণে তিনি গ্রেপ্তার হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। আনন্দ উদ্‌যাপন করছেন।”

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডে পোস্ট অফিসের গলি তার বোনের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেপ্তারের পর তাকে রংপুর মেডিকেল কলেজে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার সময় স্থানীয় জনতা তার ওপর ডিম নিক্ষেপ করে। 

পরে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান রংপুর মুখ্য মহানগর হাকিম দেবী রাণী রায় আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Link copied!