এনায়েতপুরে শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৮:৪১ পিএম
এনায়েতপুরে শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পক্ষে এনায়েতপুরের আজগড়া গ্রামের তরুণ সমাজ সেবক মাসুদ সরকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আজগড়া দক্ষিণপাড়া জামে মসজিদ চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক হতদরিদ্র ও অসহায়ের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় সিরাজগঞ্জ-৫ আসনের এমপির ব্যক্তিগত সহকারী সাবেক জিএস সেলিম সরকার, ব্যবসায়ী হাজী আব্দুস ছালাম, নুর আলম বেপারী, আজাদ ঘোষ, বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও পৌর ছাত্রলীগের সভাপতি এম আক্তার হামিদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “হতদরিদ্র ও শীতার্তদের কষ্টের কথা চিন্তা হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের পক্ষ থেকে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে শীর্তাতদের শীতবস্ত্র দেওয়া হয়। এটা দীর্ঘ কয়েক বছর ধরে চলামান আছে। আমরাও যদি নিজেদের সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াই তাহলে এই ক্ষুদ্র প্রচেষ্টা বড় ভুমিকা রাখবে।”

Link copied!