• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা খারিজ


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৬:১৫ পিএম
নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

নড়াইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি খারিজ করে দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে মামলাটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মো. ইউসুফ ফারুকীর ছেলে ছাত্রলীগ নেতা রায়হান ফুকই।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধার সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আমলী আদালতে রায়হান মানহানির অভিযোগ করেন।

আদালত অভিযোগ গ্রহণ করে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন। থানা অভিযোগ তদন্ত করে পরের বছর ২০১৬ সালে অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে মামলার নির্ধারিত দিনে দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে হাজির না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

উল্লেখ্য, একই অভিযোগ এনে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নড়াইলের আমলী আদালতে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আরও একটি মামলা করেন। দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে হাজির না হওয়ায় গত মাসের ২৯ তারিখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। নড়াইলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মানহানি মামলা করা হয়েছিল, মামলা দুটোই আদালত খারিজ করে দেন।

Link copied!