• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:৩৫ এএম
সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি
মুরাদ হোসেন রাব্বি

নোয়াখালীর ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে মুরাদ হোসেন রাব্বিকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ফেসবুক পেজে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ নোয়াখালী জেলা শাখার অধীনে ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রাব্বির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে মুরাদ হোসেন রাব্বির বিরুদ্ধে তথ্য গোপন করে পদ পাওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ আমাদের নজরে আসে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।’

গত ২৩ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নোয়াখালীর ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেন। এর মধ্যে ভুলুয়া ডিগ্রি কলেজের ২০ সদস্য বিশিষ্ট কমিটিতে মুরাদ হোসেন রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়। ভুলুয়া ডিগ্রি কলেজের ছাত্র না হয়েও মুরাদ হোসেন রাব্বির সাধারণ সম্পাদক পদ পাওয়া নিয়ে সংগঠনের পদবঞ্চিত নেতা-কর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, হতাশা ও বিস্ময় প্রকাশ করেন।

অভিযোগ অস্বীকার করে মুরাদ হোসেন রাব্বি বলেন, ‘ছাত্রদলের একজন পরীক্ষিত কর্মী হিসেবে আমি দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এ জন্য বিগত দিনে ছাত্রলীগের কর্মীরা আমাকে হত্যাচেষ্টা করেছে। আমি ভুলুয়া কলেজের সাবেক কমিটিতে ছিলাম। আমাকে মূল্যায়ন করে বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমার ছাত্রত্বের সকল প্রমাণ আছে।’

Link copied!