• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

জিকেএসপির প্রকল্প পরিদর্শন করেছেন মহাপরিচালক


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৯:১৮ এএম
জিকেএসপির প্রকল্প পরিদর্শন করেছেন মহাপরিচালক

খুলনার বটিয়াঘাটায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কামারুজ্জামান জিকেএসপির প্রকল্প পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বয়ারভাঙ্গা গ্রামের কয়েকজন কৃষকের জমিতে গড়ে ওঠা প্রকল্পের গবেষণা প্লট পরিদর্শন করেন তিনি।

এ সময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক মো. লিয়াকত হোসেন, জিকেএসপির প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস, খুলনা বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের বটিয়াঘাটায় মৃত্তিকা সম্পদ ঊর্ধ্বতন কর্মকর্তা শামসুন নাহার রত্না, কৃষক কংকন মণ্ডল ও উজ্জ্বল মণ্ডল উপস্থিত ছিলেন।

মহাপরিচালক এই প্রদর্শনী প্লটের লাউ, করলা ও ঝিঙ্গের প্রদর্শনী ঘুরে দেখেন এবং জিকেএসপি প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি সাতক্ষীরা সদর উপজেলার কচুপুকুর গ্রামে আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। কৃষকের জমিতে স্থাপিত রোপা আমন ধানের প্লট পরিদর্শন করেন এবং আরো অধিক হারে ফসল উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করেন ও পরামর্শ দেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!