গাজীপুরের শ্রীপুর নতুন বাজার এলাকায় তাকওয়া পরিবহনের গাড়ি থেকে ফেলে এক অটোরিকশার চালককে হত্যার অভিযোগে হত্যা মামলা নেওয়া, হত্যাকারী স্টাফদের গ্রেপ্তার ও বিচার দাবিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোচালকরা। এতে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় নিহতের স্বজন ও চালকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
নিহত লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার শিবভাষা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অটোচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (৩ মার্চ) বিকেলে শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে, এতে অটোরিকশার একটি কাচ ভেঙে যায়। এই ঘটনায় বাসচালক ও লিটনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকওয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক তুলে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের ওপর চলন্ত বাস থেকে ফেলে দেয়, যা তার মৃত্যু নিশ্চিত করে।
অটোচালকদের দাবি, লিটনকে শারীরিকভাবে অত্যন্ত নির্দয়ভাবে আঘাত করা হয়েছে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ অটোচালকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এবং বিচারের দাবি জানান। অবরোধের কারণে সড়কের দু`পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
নিহতের স্ত্রী শরমিন বেগম বলেন, “সোমবার (৩ মার্চ) বিকেলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরপর স্বামীকে তাকওয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে স্বামীর মরদেহ পড়ে থাকার খবর পাই। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত পায়ের রগ টাকা রক্তাক্ত মরদেহ দেখতে পাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল।
জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অটোরিকশার চালক লিটন হত্যার বিচার দাবিতে অটোরিকশা-চালকরা সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।”
জয়নাল আবেদীন মন্ডল আরও বলেন, “বাস থেকে লিটনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”