• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০১:২৮ পিএম
বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন সাভারে ডায়নামিক সোয়েটার নামের একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

এসময় বেতন ৯ শতাংশ হারে বাড়াতে হবে, হাজিরা বোনাস বৃদ্ধি করে এক হাজার টাকা করার, রমজান মাসে ইফতারির বিল বাড়াতে হবে, বন্ধের দিন কাজ করালে ওভারটাইমের হারে বিল দিতে হবে। এ ছাড়া ঈদ বোনাস বেতনের সম-হারে প্রদান, বাৎসরিক ছুটির টাকা সম-হারে দিতে হবে এবং ওভারটাইমের বকেয়া পাওনা ও রমজান মাসে কর্মঘণ্টা কমানো এবং কয়েকজন স্টাফের চাকরিচ্যুত করার দাবি জানায় শ্রমিকরা।

রাসেল নামে এক শ্রমিক বলেন, “ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করি। সেই সময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায়। কিন্তু তারা মূলত ২টা দাবি মেনে নিয়েছে, আর কোনো কিছু মানে নাই। ম্যানেজমেন্টের যে পিডি ওনি হচ্ছেন বাটপার। আজ আমরা যে রাস্তায় তার জন্য।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছে।”

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!