• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাঙ্গামাটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৭:০৯ পিএম
রাঙ্গামাটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২ মাসে রাঙ্গামাটি জেলায় ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন ।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙ্গামাটিতে গত দুই মাসে ২১জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জুন মাসে ৯ জন ও চলতি জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে অধিকাংশ রোগী রাঙ্গামাটি সদরের বলে জানা গেছে।

রাঙ্গামাটি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী বলেন, “জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণকে সচেতন হতে হবে। নিজ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ ছাড়া রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙাতে হবে।”  

জেলার পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, “রাঙ্গামাটি শহরে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে প্রতিনিয়ত মশা নিধন স্প্রে করা হচ্ছে। তবে এ ব্যাপারে পৌরসভার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, “হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে মোট ১৩ জন। গত দুই মাসে এখন পর্যন্ত মোট ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে জেলায় ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। যে রোগীগুলো ভর্তি আছে তারা কেউ মুমূর্ষু নয়। আমরা শুধু পর্যবেক্ষণের জন্য ভর্তি রেখেছি।” 

Link copied!