• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২, ৩০ শাওয়াল ১৪৪৬

ডিপ্লোমাকে ডিগ্রির সমান মর্যাদার দাবিতে বিক্ষোভ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৬:১০ পিএম
ডিপ্লোমাকে ডিগ্রির সমান মর্যাদার দাবিতে বিক্ষোভ

‘এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমান চাই’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্টারের পদত্যাগের দাবি করেন।

সোমবার (২৮ এপ্রিল) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। বিএনএমসি এর রেজিস্টারের পরোক্ষ মদদে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, রেজিস্টারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করা না হলে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে বিক্ষোভ চলতে থাকবে।

বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর হাসপাতালের ইন্টার্ন নার্স মো. শাহাদত হোসেন, সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল আলিম, নূর আক্তার, দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সাঈদ, তৃতীয় বর্ষের বৃষ্টি আচার্য্য প্রমুখ বক্তব্য রাখেন।

Link copied!