• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০৯:৩৮ পিএম
ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন ছাত্র-জনতা।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জমায়েত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে রেলগেটে যান শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সাধারণ জনগণ।

এরপর জিরোপয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে স্মারকলিপি দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নুরুল ইসলাম শহীদ, রাশেদ রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!