গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় একটি মাজারে হামলা, ভাঙচুরের ও অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছে এটি শাহ সূফি ফসিহ পাগলার মাজার নামে পরিচিত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারটিতে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে মাজারে ভাঙচুর চালানো হয়। ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদকের অভিযোগ তুলে আশেপাশের বিভিন্ন এলাকার মাদ্রাসাছাত্র-শিক্ষক, মসজিদের ইমামসহ একদল গিয়ে সেই হামলা চালায়।
মাজার কর্তৃপক্ষের দাবি, তাদের সেখানে মাদক নিষিদ্ধ। মাজারে আসা দানের টাকায় অসহায় মানুষদের সহায়তা করা হয়।
মাজারের প্রধান কবীর বলেন, “মাজার ভেঙে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি।”
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, শুনেছি মাজার ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।
মাজারে অবস্থানরত জাকির হোসেন বলেন, এই মাজারে একটি এতিমখানা রয়েছে। এই এতিমখানাটি মাজারের টাকা দিয়ে পরিচালিত হতো। এখন মাজার ভেঙে ফেলায় এতিমখানাটি বন্ধ হয়ে যাবে।
যারা ভাঙচুর করেছেন, তাদের দাবি, মাজারের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন থেকে চাঁদা তোলা হয়।