২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে লালমনিরহাটে কাপড় দিয়ে ঢেকে রাখা সেই মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শেখ মুজিবের ছবি অপসারণের দাবি জানিয়েছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (মার্চ) দুপুর ১২টায় ওই মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্য সচিব হামিদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, “ওই মুরালটিতে শেখ মুজিবুর রহমানকে অতিরঞ্জিত উপস্থাপন, ইতিহাস বিকৃতি ও ফ্যাসিষ্টের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়েছে। এ কারণে গত ১৬ ডিসেম্বর এবং ২৬ মার্চ জেলা প্রশাসন মুরালটি ঢেকে রেখে অনুষ্ঠান পরিচালনা করেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২, ৭১-সহ সকল ইতিহাস অক্ষুণ্ন রেখে শুধু স্বৈরাচারের চিহ্ন ঢেকে দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট তা অপসারণ করতে গিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক সম্পূর্ণ মুরালটি ঢেকে দেয় যা অনাকাঙ্ক্ষিত ঘটনা।”
বৈষম্যবিরোধী এই ছাত্রনেতা বলেন, “মুরালটি ঢেকে দেওয়া সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবগত ছিল না ও জেলা প্রশাসনের কাছে এমন কোন দাবিও উত্থাপন করা হয়নি। তবে স্বৈরাচারের সকল চিহ্ন ও মুরাল অপসারণ ছাত্রজনতার দাবি ও গণআকাঙ্খা। এসময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শেখ মুজিবের ছবি অপসরণের দাবি করছি। অন্যথায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাই স্বৈরাচার ফ্যাসিষ্টের ছবি অপসারণ করবে।”
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র নেতা সারোয়ার হাবিব ধ্রুব, হাবিবুর রহমান হিমেল, সায়েম আদনানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।