ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় হৃদয় শেখ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের বাইপাস সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় শেখ ফরিদপুর শহরের বিল মাহমুদপুর এলাকার শেখ আব্দুল জব্বারের ছেলে। তিনি প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তা মোড় থেকে মুন্সিবাজার যাওয়ার পথে প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান বিভিন্ন মালামাল সরবরাহ করছিলেন। মুন্সি বাজারে যাওয়ার সময় বাইপাস সড়কে পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস প্রাণ কোম্পানির ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ডেলিভারিম্যান হৃদয় শেখ সিঁটকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘাতক বাসটি দ্রুত গতিতে চলে যায়।
পরে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাইপাস সড়ক অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল হৃদয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।