• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরগুনায় লোকালয়ে হরিণ


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৭:২৯ পিএম
বরগুনায় লোকালয়ে হরিণ

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী তাফালবাড়িয়া এলাকায় জমাদ্দার বাড়ি সড়ক থেকে একটি হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বিষয়টি সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে লোকজন বাজারে আসার সময় হরিণটিকে দেখতে পায়। এরপর কয়েকজন একত্রিত হয়ে হরিণটিকে সড়কে ধরতে সক্ষম হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।

পাথরঘাটার একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ পাচার করে আসছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত হরিণটি ওই চক্রের কবল থেকে পালিয়ে এসেছে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য লতিফ চৌকিদার বলেন, “স্থানীয় কায়সার কাজী খবর দিলে আমি এসে বন কর্মকর্তাকে বিষয়টি জানাই। এরপর তারা এসে হরিণটিকে উদ্ধার করে হেফাজতে নেন।”

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সংবাদ প্রকাশকে বলেন, “দুপুরে খবর পেয়ে বন কর্মকর্তাদের পাঠিয়ে উদ্ধার করে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। হরিণটি শারীরিকভাবে সুস্থ হলে সুন্দরবন পূর্ব বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হবে।“

Link copied!