• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ঋণের চাপে গলায় ফাঁস


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৮:০৫ পিএম
ঋণের চাপে গলায় ফাঁস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে রুবেল মজুমদার (৩৫) নামে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সোমবার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় রুবেল আত্নহত্যা করেছেন।

রুবেল মজুমদার কোম্পানীগঞ্জ উপজেলার মধ্য মুছাপুর গ্রামের দিলিপ চন্দ্র মজুমদারের ছেলে। তিনি চৌমুহনী বাজারে নরসুন্দরের কাজ করতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, নিহত যুবক চৌমুহনীতে ভাড়া বাসায় থাকতেন। ঋণগ্রস্ত হয়ে পড়ায় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুবেল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Link copied!