ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী ও তার এক সহযোগীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (১ মার্চ) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদরপুর উপজেলার ডেউখালি ইউনিয়নের আব্দুল বারেক মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা (৪৯) এবং একই ইউনিয়নের রহিম মাতুব্বরের ছেলে চুন্ন মাতুব্বর (৫০)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৫ মে জাহাঙ্গীর মোল্যার সঙ্গে একই উপজেলার চরব্রাক্ষ্মণদী গ্রামের মৃত মুন্সি হারুন অর রশীদের মেয়ে রাশেদা বেগম রুসির বিয়ে হয়। তাদের রুহান নামে এক ছেলে রয়েছে। এদিকে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রাশেদাকে নির্যাতন করতো তার স্বামী জাহাঙ্গীর। এছাড়া রাশেদার অনুমতি ছাড়াই জাহাঙ্গীর আরেকটি বিয়ে করেন। জাহাঙ্গীর সংসার চালানোর খরচ না দেওয়ায় টিউশনি করে সংসার চালাতেন রাশেদা বেগম। এ অবস্থায় ২০১২ সালের ১৩ জানুয়ারি পূর্বপরিকল্পনা অনুযায়ী রাশেদাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই দেলোয়ার হোসেন বাদি হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের সরকারি কৌশলী অ্যাডভোকেট স্বপন কুমার পাল বলেন, “রাশেদাকে হত্যার পর ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। সকল বিষয় তদন্ত করে হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ায় আদালত সন্তুষ্ট হয়ে এ রায় দিয়েছেন। আমরা এতে খুশি। এ মামলায় অপর ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত।”