• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

জবাই করতে গিয়ে গরুর লাথিতে যুবকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৩:২৮ পিএম
জবাই করতে গিয়ে গরুর লাথিতে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুদালিয়া কাঁটা এলাকায় এই ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, ঈদের নামাজের পর গরু জবাই করার জন্য রশি বেঁধে মাটিতে ফেললে রশি থেকে একটি পা ছুটে যায়। এই পা দিয়ে আঘাত করলে আব্দুল হাকিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!