• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

‘ভুল’ ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, সড়ক অবরোধ


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:১৬ পিএম
‘ভুল’ ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, সড়ক অবরোধ

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন পুশের কারণে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে রোগীদের ইনজেকশন পুশ করার পর আধ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সকালে তাদের (দুই রোগী) একটি এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার কথা ছিল। সাড়ে ৭টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা আক্তার ভুলক্রমে দুজনকেই অ্যানেসথেশিয়ার ইনজেকশন পুশ করেন। এর আধা ঘণ্টার মধ্যেই তারা মারা যান। এসময় ডা. খাজা মাসুদ ছিলেন না। অপারেশন থিয়েটারে তার যাওয়ার কথা ছিল।”

হেলিশ চন্দ্র আরও জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। নার্স নাদিরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরও বিভাগীয় মামলা রুজু করা হবে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।

নিহতদের স্বজনরা জানান, হার্নিয়ার চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২)। অপরদিকে পেটে ব্যথাজনিত কারণে ১২ জানুয়ারি ভর্তি হন নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২৮)। বুধবার সকালে তাদের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ভুল ইনজেকশন পুশ করার কারণে তাদের দুজনের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনার পর নিহতদের স্বজন ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের সামনের সড়ক নিহত মল্লিক মিয়ার প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

Link copied!