• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৫:১৯ পিএম
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।  নিহত আরিফুল ইসলাম উপজেলার রাকড়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে। তিনি পান্তাডাংগা দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তেঘরীহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে গাজীর বাজার আসছিল আরিফুল। পথিমধ্যে তেঘরীহুদা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আরিফুল ও বাইসাইকেল চালক আলেক হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

আহত একজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।

Link copied!