• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

সুনামগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০৯:০৯ এএম
সুনামগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ জাকির হোসেন (৫০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার ছাতক উপজেলার ইসলামপুর গ্রামে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, জাকির হোসেন ৮ জুলাই থেকে কারাগারে আছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জাকিরের মৃত্যুর খবর নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) শরিফুল আলম জানান, জাকির হোসেনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হৃদরোগ কিংবা মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে।

Link copied!